ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য

ডি মারিয়াকে চেনেনা এমন ফুটবলপ্রেমি হয়তো খুঁজে পাওয়া দুষ্কর! ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ সকলেই আর্জেন্টিনার এই এ্যাটাকিং খেলোয়াড়কে এক নামে চিনে থাকে। খুবই সুক্ষ্ম এবং নান্দনিক খেলার জন্য হিউজ একটা ফ্যানবেজ রয়েছে ডি মারিয়ার। অনেক সময় ফ্যানরা ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন, কিন্তু সঠিক তথ্য হয়তো পান না! আজকের আর্টিকেলে ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।

ডি মারিয়ার বর্তমান ক্লাব

আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করা ডি মারিয়া আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি খেলেছেন অসংখ্য জনপ্রিয় সব ক্লাবগুলোতে। ছোটবেলা থেকে ফুটবলের নেশা ডি মারিয়াকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। মাত্র চার বছর বয়সে রোজারিও সেন্ট্রাল ক্লাবে যোগদান করেন ডি মারিয়া! রোজারিও সেন্ট্রাল ক্লাব থেকে এসএল বেনিফিকা তারপর রিয়াল মাদ্রিদ তারপর ম্যানচেস্টার ইউনাইটেড তারপর প্যারিস (পিএসজি) তারপর জুভেন্টাস, এক সময়ে এ সমস্ত ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে খেলেছেন ডি মারিয়া

তবে বর্তমানে ডি মারিয়া ‘এসএল বেনফিকা (SL Benfica) ক্লাবে’ খেলেন। ৫ জুলাই, ২০২৩ এ ডি মারিয়ার সাথে ক্লাবটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। এই চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন, ২০২৫। এ মেয়াদ শেষ হওয়ার পরে নতুন করে আবার কোন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হবেন সে ব্যাপারে এখনো তেমন কিছু জানা যায়নি।

ডি মারিয়ার গোল সংখ্যা বা গোল পরিসংখ্যান

২০০৮ সালের সেপ্টেম্বর ৬ তারিখে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয় ডি মারিয়ার। অনেক বছর ধরে জাতীয় দলে নিজের সেরা খেলাটা উপহার দিয়ে গিয়েছে এই এ্যাটাকিং মিডফিল্ডার। আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি জুভেন্টাস, পিএসজি, রিয়াল মাদ্রিদসহ আরো বিভিন্ন ক্লাবে নিজের প্রতিভা দেখিয়েছেন ডি মারিয়া। নিম্নে ডি মারিয়ার গোল সংখ্যা বা গোল পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

জাতীয় দলের হয়ে ডি মারিয়ার গোল সংখ্যা

দলম্যাচগোল
আর্জেন্টিনা U20১১০৫
আর্জেন্টিনা অলিম্পিক টিম০৬০২
আর্জেন্টিনা মুল টিম১৪৫৩১
সর্বমোট১৬২৩৮

ক্লাবের হয়ে ডি মারিয়ার গোল সংখ্যা

ক্লাবম্যাচগোল
জুভেন্টাস৪০০৮
প্যারিস (পিএসজি)২৯৫৯৩
ম্যানচেস্টার ইউনাইটেড৩২০৪
রিয়াল মাদ্রিদ১৯০৩৬
এসএল বেনিফিকা (SL Benfica)১৭৫৩২
রোজারিও সেন্ট্রাল৩৯০৬
সর্বমোট৭৭১১৭৯

ডি মারিয়ার জার্সি নাম্বার কত

অনেক সময়ে ডি মারিয়ার ফ্যান-ফ্লোয়ারদের মধ্যে ডি মারিয়ার জার্সি নাম্বার নিয়ে একটু বাকবিতন্ডা দেখ যায়। তবে এটা জেনে রাখুন; ডি মারিয়া শুধুমাত্র ১১ নাম্বার জার্সি গায়ে দিয়ে খেলেনি, বিভিন্ন সময়ে বিভিন্ন নাম্বারের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন ডি মারিয়া। তবে জীবনের বেশিরভাগ সময়ই তিনি ১১ নাম্বার জার্সি গায়ে দিয়েই সবুজ গালিচা খচিত মাঠে নেমে দুপায়ের জাদু দেখিয়েছেন এই এ্যাটাকিং মিডফিল্ডার।

আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে ডি মারিয়ার বিদায়

সময় কারো জন্য থেমে থাকে না! সময় তার নিজস্ব নিয়মে চলমান। ছোট্ট থেকে মানুষ বড় হয়ে কখন যে বার্ধক্যে পৌঁছে যায় সে হয়তো নিজেও বুঝতে পারেনা। ডি মারিয়াকেও সময়ের সাথে সাথে আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে বিদায় নিতে হয়েছে। যেখানে শতীর্থদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বছরের পর বছর কাটিয়েছেন সেই সব মানুষদেরকেও হাত উঁচু করে জানাতে হয়েছে বিদায়। আমাকে আর হয়তো দেখ যাবে না!

২০২৪ সালের ১৫ ই জুলাই, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনকে বিদায় জানান এই আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। তবে বিদায়ের আগে ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমার মতো বড়-বড় ট্রফিতে নিজের নামটা রেখে গিয়েছেন ডি মারিয়া

ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য
ডি মারিয়া

ডি মারিয়ার ব্যক্তিগত জীবন

১৯৮৮ সালের ফেব্রুয়ারী ১৪ তারিখে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন ডি মারিয়াডি মারিয়ার পুরো নাম- অ্যাঞ্জেল ফ্যাবিয়ান ডি মারিয়াডি মারিয়াকে আমরা এক সফল আর্জেন্টাইন তারকা হিসেবে চিনে থাকি। তিনি এ্যাটাকিং এবং মিডফিল্ডার হিসেবে দলে খেলে থাকেন। এক যুগের ও বেশি সময় ধরে তিনি আর্জেটিনা জাতীয় দলের হয়ে খেলেছেন। ছোট বেলায় বাবার হাত ধরেই ফুটবলের স্বপ্ন দেখতেন ডি মারিয়া।

ক্যারিয়ারে যখন সফল ঠিক তখনই মেয়ে বন্ধু হোর্হেলিনা কার্দোসোকে বিয়ে করেন ডি মারিয়াহোর্হেলিনা আর্জেন্টিনার রোজারিওতে বসবাস করতেন। তাদের বিয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন ম্যারাডোনার কন্যা জিয়ান্নিনা ম্যারাডোনা

ডি মারিয়ার সকল রেকর্ড তালিকা

  • ১ বার বর্ষসেরা ফুটবলার (২০১৪)
  • ১ বার সর্বোচ্চ গোলদাতা (১৭/১৮)
  • ১ বার বিশ্বকাপ বিজয়ী (২০২২)
  • ২ বার কোপা আমেরিকা বিজয়ী (২০২৩/২০২৪)
  • ১ বার চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী (২০১৩/২০১৪)
  • ৫ বার ফরাসি চ্যাম্পিয়ন (২০১৬/২০১৭/২০১৮/২০১৯/২০২১)
  • ১ বার স্প্যানিশ চ্যাম্পিয়ন (১১/১২)
  • ১ বার উয়েফা সুপারকাপ বিজয়ী (১৪/১৫)
  • ৪ বার ফরাসি কাপ বিজয়ী (২০১৬/২০১৭/২০১৮/২০২১)
  • ২ বার স্প্যানিশ কাপ বিজয়ী (২০১১/২০১৪)
  • ১ বার স্প্যানিশ সুপার কাপ বিজয়ী (১২/১৩)
  • ৪ বার ফরাসি লীগ কাপ বিজয়ী (২০১৬/২০১৭/২০১৮/২০২০)
  • ১ বার পর্তুগিজ চ্যাম্পিয়ন (০৯/১০)
  • ২ বার পর্তুগিজ লিগ কাপ বিজয়ী (২০০৯/২০১০)
  • ১ বার অনূর্ধ্ব-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন (২০০৭)
  • ১ বার CONMEBOL-UEFA কাপ অফ চ্যাম্পিয়নস বিজয়ী (২১/২২)
  • ৫ বার ফরাসি সুপার কাপ বিজয়ী (২০১৭/২০১৮/২০১৯/২০২০/২০২১)
  • ১ বার অলিম্পিক পদক বিজয়ী (২০০৮)
  • ১ বার পর্তুগিজ সুপার কাপ বিজয়ী (২০২৪
ডি মারিয়ার ওজন কত কেজি?

অনেক সময় হাসিঠাট্টা করে অনেকেই ডি মারিয়ার ওজন সম্পর্কে জানতে চান, তাদের জন্য সঠিক উত্তর হলো; ডি মারিয়ার ওজন ৭৫ কেজি

আরো পড়ুন: ক্রিশ্চিয়ান রোনালদো সর্বমোট গোল সংখ্যা এবং শরীরের কোন-কোন অঙ্গ দিয়ে গোল করেছেন

তো এই ছিলো ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য। আশা করি আপনারা ডি মারিয়া সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। এই আলোচনার বাহিরে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।

আমাদের সাথে থাকুন- Sports Buzz BD

2 thoughts on “ডি মারিয়ার বর্তমান ক্লাব এবং গোল সংখ্যা কত আপডেট তথ্য”

Leave a Comment